বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম

সিলেটের আকাশপথ, রেলপথ, সড়কপথ, স্বাস্থ্য, শিক্ষা ও প্রবাসীদের সমস্যা নিয়ে মতবিনিময়

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ২০ মে, ২০২৩
  • ১৩৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি সি.এম. কয়েস সামী বলেছেন, বাংলাদেশের মধ্যে সিলেট বিভিন্ন দিক থেকে এগিয়ে রয়েছে। সিলেটকে আরো সামনের দিকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমসাময়িক বিভিন্ন সমস্যা রয়েছে এখানে, এসকল সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিগত দিনগুলোতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করার সুবাদে অনেকেই সিলেটের উন্নয়নে কাজ করেছেন। যা এখন আর পরিলক্ষিত হচ্ছে না। তাই বর্তমান সময়ে সিলেটের কৃতি সন্তান পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন-এর নেতৃত্ব খুবই প্রয়োজন।

সিলেটের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক রয়েছেন। এ অঞ্চলের নানাবিদ সমস্যা সঠিকভাবে তুলে ধরলে তিনি (প্রধানমন্ত্রী) অবশ্যই মূল্যায়নের সাথে সুদৃষ্টি দেবেন বলে আমরা আশাবাদী।
শনিবার (২০ মে) জালালাবাদ এসোসিয়েশ অব আমেরিকা ইনক, বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ যুক্তরাষ্ট্র, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ যুক্তরাষ্ট্র ও সিলেট বিভাগ গণদাবী ফোরাম সিলেট-এর উদ্যোগে নগরীর বারুতখানাস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে এক মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, পৃথিবীব্যাপী অর্থনৈতিক সুনামী বয়ে গেলেও বাংলাদেশে কোনো স্পর্শ লাগেনি। তাই বাংলাদেশকে বিশ^পরিমন্ডলে এগিয়ে রাখতে আমাদের জনগণকে জনশক্তিতে রূপান্তরিত করার বিকল্প নেই। অর্থনৈতিক দিক থেকে সিলেটের অবস্থান অনেক ভালো হলেও আশানুরূপ উন্নতি নেই। এজন্য প্রয়োজনে সভা-সেমিনারের মাধ্যমে পর্যালোচনা করতে হবে।

সিলেট বিভাগ গণদাবি ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সিলেটের আকাশপথ, রেলপথ, সড়কপথ, স্বাস্থ্য, শিক্ষা ও প্রবাসীদের সমস্যা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র সাবেক সভাপতি ও সচিব ড. এ.কে. আব্দুল মুবিন।
প্রধান বক্তার বক্তব্যে ড. এ.কে. আব্দুল মুবিন বলেন, সিলেটের সমস্যা অনেক। এগুলো চিহ্নিত করে সমাধানের লক্ষে কাজ করা এখন সময়ের দাবি। দিন দিন সিলেটের যোগাযোগ ব্যবস্থার বেহাল অবস্থা হচ্ছে। স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রেও একই অবস্থা। এগুলোতে আমূল পরিবর্তন আনতে হবে। এখানে ভালো কোনো শিল্প-কারখানা বা ইন্ডস্ট্রি নেই। যার ফলে সিলেটের মানুষ অনেক পিছিয়ে আছে, কর্মসংস্থানের অভাবে ভূগছে। তাই নামমাত্র প্রজেক্টগুলো নামেই থাকলে হবে না। সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। তিনি সকল ক্ষেত্রে জোরালো অবদান রাখতে সিলেটের সাংবাদিক সমাজের প্রতিও আহ্বান জানান।

সভা আয়োজকের বক্তব্যে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ, যুক্তরাষ্ট্র-এর কো-অর্ডিনেটর খলকু কামাল বলেন, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। অবিলম্বে এই সকল কাজের সফল সমাপ্তির মাধ্যমে সিলেটবাসীর স্বপ্নের বাস্তবায়ন করতে হবে। জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুর রহমান চৌধুরীর পরিচালনায় মতবিনিময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ যুক্তরাষ্ট্রের সভাপতি শেলী মুবদী, সৈয়দা রুনু মুবিন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন লেখক, গবেষক ও সমাজসেবক সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ, যুক্তরাষ্ট্র-এর কো-অর্ডিনেটর খলকু কামাল। স্বাগত বক্তব্য রাখেন সিলেট বিভাগ গণদাবী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দি সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি ফালাউদ্দিন আলী আহমদ, কলামিস্ট আফতাব চৌধুরী, দৈনিক জালালাবাদ-এর সম্পাদক মুকতাবিস উন নুর, দৈনিক সিলেট সংলাপ সম্পাদক মুহাম্মদ ফয়জুর রহমান, সিলেট বিভাগ গণদাবী পরিষদের সভাপতি অধ্যাপক শফিকুর রহমান, আটাব এর সাবেক সভাপতি আব্দুল জব্বার জলিল, ইউপি চেয়ারম্যান মাওলানা কে.এম রফিকুজ্জামান, প্রাদেশিক সরকার বাস্তবায়ন কমিটির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সিলেট ফায়ার সার্ভিস বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক সফিকুল ইসলাম ভুঁইয়া, দি সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি এ.টি.এম. সুয়েব, সাংবাদিক আ.ফ.ম. সাঈদ, সিলেট প্রেসক্লাবের সহসভাপতি এম.এ. হান্নান, লেখক সেলিম আউয়াল, দৈনিক মানব জমিনের সিলেট প্রতিনিধি ওয়েছ খসরু, সাংবাদিক অলিউর রহমান, অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা ছিলেন সাংবাদিক চৌধুরী দিলওয়ার হোসেন জিলন, যুব সংগঠক কয়েস আহমদ সাগর, যুব সংগঠক আমিন তাহমিদ। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মুফতি ফয়জুল হক জালালাবাদী।

 

 

কিউএনবি/আয়শা/২০ মে ২০২৩,/রাত ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit