স্পোর্টস ডেস্ক : শীর্ষ এই তিন দল বাদেও শেষ চারে যাওয়ার সুযোগ রয়েছে আরও চারটি দলের। দলগুলো হলো- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই আর লখনৌ ভুল না করলে তাদের সাথে চতুর্থ দল হিসেবে বেঙ্গালুরু, মুম্বাই, রাজস্থান ও কলতকাতা থেকে এক দল যাবে।শুক্রবার (১৯ মে) রাতে পাঞ্জাব কিংসকে ৪ উইকেটে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রেখেছে রাজস্থান রয়্যালস। তবে এখনই নিশ্চিত হয়নি তাদের পরের পর্ব। এজন্য অপেক্ষা করতে হবে অন্য দলের ওপরে।
বিশেষ করে মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ওপরে নির্ভর করছে রাজস্থানের পরবর্তী গন্তব্য। যদি মুম্বাই এবং বেঙ্গালুরু নিজেদের আলাদা ম্যাচে জয় পায় কিংবা এই দুই দলের যে কেউ জয় পায়, তাহলে স্যামসনদের বিদায় নিতে হবে চলতি আইপিএল থেকে। এ দিকে পাঞ্জাবের সামনে প্লে অফে ওঠার দারুণ সুযোগ থাকলেও, সেটি অর্জন করতে ব্যর্থ হয় শিখর ধাওয়ান বাহিনী। পরপর দুই ম্যাচ হেরে আইপিএলের ১৬তম আসর থেকে বিদায় নিয়েছে পাঞ্জাব। তাদের হারিয়ে কিছুটা হলেও টিকে রয়েছে রাজস্থান।
এই মুহূর্তে রাজস্থানের পয়েন্ট ১৪ ম্যাচ থেকে ১৪। দলটি রয়েছে তালিকার পাঁচ নম্বরে। তবে মুম্বাই এবং বেঙ্গালুরু উভয়েই তাদের শেষ ম্যাচে হারলে কপাল খুলতে পারে রাজস্থানের। সেক্ষেত্রে তিন দলেরই পয়েন্ট ১৪-তে দাঁড়াবে। ফলে যারা রানরেটে এগিয়ে থাকবে, তারাই চলে যাবে শেষ চারে। তবে এই তিন দলের বাইরে থাকা কলকাতা নাইট রাইডার্সও এগিয়ে যেতে পারে। যদি তারা ১৪তম ম্যাচটি বড় জয় নিয়ে শেষ করতে পারে, তাহলেই রেসে এগিয়ে যাবে রাইডার্স বাহিনী। যদিও কলকাতার এই সমীকরণ কাজ করবে না মুম্বাই এবং বেঙ্গালুরু উভয় অথবা যে কোনো এক দল জয় পেলে।
ফলে শেষ চারে ওঠার লড়াইয়ে চেন্নাই ও লখনৌর পাশাপাশি আরও চারদল অপেক্ষা করছে। তবে লখনৌ তাদের শেষ ম্যাচে কলকাতার বিপক্ষে হারলে রাস্তা পরিষ্কার হয়ে যাবে বেঙ্গালুরু ও মুম্বাইয়ের জন্য। এই দুটি দল তখন জিততে পারলেই প্লে অফ নিশ্চিত।
কিউএনবি/আয়শা/২০ মে ২০২৩,/সন্ধ্যা ৭:২১