স্পোর্টস ডেস্ক : শনিবার (২০ মে) আইপিএলের প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস। ম্যাচটিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাই দলপতি মহেন্দ্র সিং ধোনি। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২৩ রান সংগ্রহ করে চেন্নাই।
ব্যাটিংয়ে নেমে অপ্রতিরোধ্য জুটি গড়ে তোলেন চেন্নাইয়ের দুই ওপেনার ঋতুরাজ গায়কওয়াড় ও ডেভন কনওয়ে। দুজনে ৮৭ বল থেকে ১৪১ রান সংগ্রহ করেন। ১৪.৩ ওভারে আনরিখ নরকিয়ের ভাঙেন উদ্বোধনী জুটি। তাতে দিল্লি শিবিরে কিছুটা স্বস্তি ফিরলেও তাণ্ডব চালিয়ে যান আরেক ওপেনার ঋতুরাজ। তিনি আউট হন দলীয় ১৯৫ রানে চেতন সাকারিয়ার বলে।
কনওয়ে ৫২ বল থেকে ১১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে করেন ৮৭ রান। আর ৫০ বলে ৩টি চার ও ৭টি ছক্কা হাঁকিয়ে ৭৯ রান করে আউট হন ঋতুরাজ। এ দিকে অল্প সময় উইকেটে থাকলেও শিবম ডুবেও কম করেননি। তিনি ৯ বল খেলে ৩ ছক্কার সাহায্যে করেন ২২ রান।
এরপরে অধিনায়ক ধোনি আর রবীন্দ্র জাদেজা শেষ করেন চেন্নাইয়ের ব্যাটিং ইনিংস। ১১ বল থেকে দুজনে করেন ২৮ রান। শেষ পর্যন্ত চেন্নাই দলপতি ৪ বলে ৫ রান ও জাদেজা ৭ বলে ২০ রান করে অপরাজিত ছিলেন। দিল্লির পক্ষে ১টি করে উইকেট নিয়েছেন খলিল আহমেদ, আনরিখ নরকিয়ে ও চেতন সাকারিয়া।
কিউএনবি/আয়শা/২০ মে ২০২৩,/বিকাল ৫:৫৫