স্পোর্টস ডেস্ক : আইসিসি টিভির পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইউটিউব চ্যানেলেও দেখা যাচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ। শুক্রবার চেমসফোর্ডে চলছে ম্যাচটি। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু হতে পারেনি। প্রায় দুই ঘণ্টার বেশি সময় পর সন্ধ্যা ৬টায় খেলা মাঠে গড়ায়। যা বিসিবির ইউটিউব চ্যানেলেও দেখা যাচ্ছে।
২৪৭ রানের লক্ষ্যে খেলতে নামা আয়ারল্যান্ডের ইনিংসের ১৭তম ওভারে বৃষ্টি নামে। তাতে বন্ধ হয়ে যায় ম্যাচ। তখন পর্যন্ত আইরিশদের সংগ্রহ ১৬.৩ ওভারে ৬৫/৩। এরপর আর বল মাঠে গড়ায়নি। মূলত বৃষ্টির শঙ্কায় আয়ারল্যান্ড সিরিজটি নিজেদের মাঠে খেলছে না। ভেন্যু হিসেবে ইংল্যান্ডের চেমসফোর্ডকে বেছে নিয়েছে। কিন্তু সেখানেও বৃষ্টি পিছু ছাড়ছে না।
কিউএনবি/আয়শা/১২ মে ২০২৩,/সন্ধ্যা ৭:৩১