স্পোর্টস ডেস্ক : সৌদিতে অনুশীলন ক্যাম্প বাতিল করে অন্য একটি উদ্যোগ নিয়েছে বাফুফে। সাফ চ্যাম্পিয়নশিপ শুরুর ঠিক এক সপ্তাহ আগে কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচ খেলে প্রস্তুতি সারবে বাংলাদেশ। আগামী ১৫ জুন কম্বোডিয়ার মাটিতে দেশটির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটা শেষ করে সেখান থেকেই সরাসরি বেঙ্গালুরুতে যাবে জামাল ভুঁইয়ারা। ২১ জুন থেকে শুরু হবে টুর্নামেন্ট।
আবহাওয়া এবং আরও কিছু বিষয় বিবেচনা করে সৌদি আরবে অনুশীলন ক্যাম্প বাতিল করেছে বাংলাদেশ। তা ছাড়া সৌদি আরবের চেয়ে কম্বোডিয়া থেকে বেঙ্গালুরু যাওয়া তুলনামূলক সহজ মনে হয়েছে বাফুফের কাছে। তবে সাফের প্রস্তুতি হিসেবে কোচ হাভিয়ের কাবরেরা সাফের আগে একটা ম্যাচই চেয়েছিলেন। তাই একটির বেশি অনুশীলন ম্যাচ না খেলার সিদ্ধান্ত বাফুফের।
কিউএনবি/আয়শা/০৭ মে ২০২৩,/সন্ধ্যা ৭:৩৩