আলি হায়দার (রুমান)ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : ভোলাহাট উপজেলার বীরশ^রপুর গ্রামের দরিদ্র কৃষক মুনিরুল ইসলামের জমির ধান কেটে দিয়েছেন ভোলাহাট উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। ৫ মে শুক্রবার সকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রিফাত হোসেন টুইংকেলের নেতৃত্বে ১৪-১৫ জন নেতাকর্মী ১০ কাঠা জমির ধান কেটে দেন।উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ রিফাত হোসেন টুইংকল বলেন, ‘যেকোন প্রাকৃতিক দুর্যোগে ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে ছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশে অসহায় মানুষের ধান কেটে দিচ্ছি। আগামীতেও মানুষের পাশে থেকে মানুষের সেবা করবে ছাত্রলীগ।তিনি আরো বলেন, ‘করোনা ভাইরাসের প্রকোপে ছাত্রলীগের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা করেছে। এবার বোরো ধান কেটে অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করছে। আগামীতেও ছাত্রলীগ মানুষের সেবার জন্য কাজ করবে।কৃষক মুনিরুল ইসলাম বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীরা রোদের মধ্যেও আমার ধান কেটে সহযোগিতা করছেন।
কিউএনবি/অনিমা/০৫ মে ২০২৩,/সন্ধ্যা ৬:১৯