বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম

চকরিয়ায় জোরপূর্বক দোকানঘর দখলের চেষ্টা; হামলায় গুরতর আহত ১

এম রায়হান চৌধুরী ,চকরিয়া প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ১২৮ Time View
এম রায়হান চৌধুরী ,চকরিয়া প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ডের থানা রাস্তার মাথা এলাকায় জোরপূর্বক দোকানঘর দখলে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৭ জুলাই চকরিয়া পৌরসভা ৪নং ওয়ার্ড এলাকার মৃত আলী আহামদের ছেলে রিদুয়ানুল ইসলাম (২৭), মোঃ আলম বাদশা (২০), আঁখি জন্নাত (২৩) ও মোঃ রাজা মিয়া (১৮) নাবালক অবস্থায় তাদের মা ছেনুয়ারা বেগম (৪২) এর কাছ থেকে রেজিঃ দলিল নং- ৩৪৬৬ মূলে মোঃ রেজাউল করিম ক্রয় করেন। এসময় মৃত আলী আহমেদের স্ত্রী ছেনুয়ারা বেগমের সাথে তাদের ৪ সন্তান প্রাপ্ত বয়স্ক হওয়ার পর মোঃ রেজাউল করিমকে নাদাবী নামা সম্পাদনের কথাতে বিক্রয় মূল্য হতে ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা বকেয়া রেখে একটা চুক্তিপত্র সৃজন করা হয়।

উক্ত জায়গা ক্রয় করার পর প্রচুর অর্থ ব্যয়পূর্বক কঠোর কায়িক পরিশ্রমের মাধ্যমে সেমিপাকা দোকান ঘর নির্মাণে লক্ষ-লক্ষ টাকা পুঁজি বিনিয়োগ করে মেঘনা হার্ডওয়্যার এন্ড ইলেকট্রিক” নামক ব্যবসা প্রতিষ্টান শান্তিপূর্ণ ও নিরবিচ্ছিন্নভাবে ভোগ দখল করে আসছিলো। কিন্তু, মৃত আলী আহামদের ৪ ছেলে মেয়ে বর্তমানে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর হতে ভুক্তভোগী রেজাউল করিমকে নাদাবী নামা আজ দিবে, কাল দিবে বলে বলে পাওনা ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা থেকে কয়েক দফায় ৪৫,০০০/- টাকা নিয়ে নেয়। কিন্তু বিবাদী ছেনুয়ারা বেগম ও তার ৪ সন্তান অত্যন্ত পরধন লোভী ও জবর-দখলকারী এবং ভূমিদস্যু প্রকৃতির লোক হওয়ায় তফসীলোক্ত দোকান ভিটা তাদের বসত বাড়ির পার্শ্ববর্তী অবস্থিত হওয়ায় স্থানীয় কিছু কু-চক্রী মহলের ইন্দনে দুর্লোভের বশীভূত হয়ে মোঃ রেজাউল করিমের কাছ থেকে প্রাপ্ত ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকার স্থলে অবৈধভাবে ১০,০০,০০০/- টাকা দাবী করেন এবং স্থানীয় প্রভাব দেখিয়ে ভূক্তভোগী মোঃ রেজাউল করিমের তফসীলোক্ত দোকানে ব্যবসা পরিচালনায় ব্যাঘাত সৃষ্টিসহ দোকান থেকে উচ্ছেদ করার অপচেষ্টায় লিপ্ত হয়  এবং হুমকি-ধমকি প্রদর্শন করে আসছিলো।

তারই ধারাবাহিকতায় গত ১৪ এপ্রিল ২০২৩ইং তারিখ রাত আনুমানিক ৮টার দিকে বিবাদীরা বিভিন্ন এলাকার ভাড়াটিয়া লোকজন ও সন্ত্রাসী বাহিনী নিয়ে মোঃ রেজাউল করিমের তফসীলোক্ত দোকানের সামনে এসে অকথ্য ভাষায় গালি-গালাজ করে এবং হুমকি প্রদর্শন করে বলেন, তাদের পাওনা ৪ লক্ষ টাকার স্থলে ১০ লক্ষ টাকা না দিলে তার দোকানে তালা দিয়ে বন্ধ করে দিবে, দোকান ঘর ভাংচুর করবে, পুড়িয়ে দিবে এবং মেঘনা হার্ডওয়্যার এন্ড ইলেকট্রিকের দোকান থেকে মালামাল লুট করে নিয়ে যাবে এবং তাকে দোকান থেকে যেকোনো মূল্যে উচ্ছেদ করবে। এসময় ভূক্তভোগী মোঃ রেজাউল করিম প্রতিবাদ করলে, তাকে প্রাণনাশের হুমকি দেয়। পরে মোঃ রেজাউল করিম তার জীবনের নিরাপত্তার স্বার্থে চকরিয়া থানায় ১৭ই এপ্রিল ২০২৩ইং তারিখে সে নিজে বাদী হয়ে বিবাদী ছেনুয়ারা বেগম ও তার ৪ সন্তানকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন। এতে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে মোঃ রেজাউল করিমের মেঘনা হার্ডওয়্যার এন্ড ইলেকট্রনিক্স নামক ব্যবসা প্রতিষ্টানে তালা বদ্ধ করে দোকানের সামনে বালি রেখে দোকানটি জোরপূর্বক বন্ধ করে দেয়।

পরে, এ ঘটনার সুস্থ বিচারের দাবীতে মোঃ রেজাউল করিম স্থানীয় চকরিয়া-পেকুয়ার সংসদ সদস্য জাফর আলম ও চকরিয়া থানার দ্বারে দ্বারে ঘুরতে থাকে। এক পর্যায়ে বিচারের আশায় বিভিন্ন জনের দ্বারে দ্বারে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গত ২০ এপ্রিল সাংবাদিকদের শরণাপন্ন হন এবং তার দোকানের সামনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এসময় উপস্থিত অন্তত ১০/১২ জন সাংবাদিকের সামনে মোঃ আলম বাদশার নেতৃত্বে অন্তত ৭/৮ জনের একটি সংঘবদ্ধ দল মোঃ রেজাউল করিমকে বেদড়ক মারধর করে। পরে সড়কে চলাচলরত পথচারীদের সহযোগীতায় তাকে উদ্ধার করা হয় এবং দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে এনে চিকিৎসা প্রদান করা হয়। এসময় জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ভুক্তভোগী মোঃ রেজাউল করিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।

কিউএনবি/অনিমা/২১ এপ্রিল ২০২৩,/রাত ৮:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit