বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে জহির উদ্দিন রানা নামে ব্রাহ্মণবাড়িয়ার এক যুবক নিহত হয়েছে। জহির উদ্দিনের মৃত্যুর খবরে তার বাড়ি পৌর এলাকার ভাদুঘরে এখন চলছে শোকের মাতম। পরিবারের লোকজন অপেক্ষায় আছেন লাশের।
নিহতর পরিবারের সদস্যরা জানান, প্রায় ১৯ বছর আগে আফ্রিকায় পাড়ি জমান ফরিদ মোল্লার ছেলে জহির উদ্দিন। সেখানকার বেলকম শহরে তিনি নিজ মালিকানাধীন নিত্যপ্রয়োজনীয় দোকান পরিচালনা করতেন। গত মঙ্গলবার রাতে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা তার দোকানে ঢুকে এলোপাথারি গুলি করে হত্যা করে। ওইদিন রাতেই পরিচিত প্রবাসীরা জহিরের বাবার কাছে ফোন করে মৃত্যুর খবরটি জানানসন্তানের মৃত্যুতে কান্নায় ভেঙ্গে পড়া জহিরুলের পিতা ফরিদ মোল্লা ও মা আছিয়া খাতুন জানান, প্রায় ১০ বছর আগে শেষবারের মতো দেশে এসেছিলেন জহির। তবে জহির একেবারে দেশে চলে আসার প্রস্তুতিও নিচ্ছিল। ঈদের পর এসে তার বিয়ে করারও কথা। তারা সন্তানের লাশ দ্রুত দেশে আনার দাবি জানান।
কিউএনবি/অনিমা/২১ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৬:০৬