বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ জন অসহায় মানুষকে ঈদ উপহার সামগ্রী দিয়েছে ‘সহায়’ নামের ফেসবুক ভিত্তিক একটি সংগঠন। বৃহস্পতিবার বিকেলে শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে এসব উপহার সামগ্রী অসহায়দের হাতে তুলে দেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. ইকবাল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরি বাপ্পি, সাংবাদিক নজরুল ইসলাম শাহজাদা।
“সহায়” সংগঠনের সভাপতি মো. আশরাফ উদ্দিন ইমন ও সাধারণ সম্পাদক জুয়েলুর রহমান জুয়েল জানান, সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এ সংগঠনের মূল কাজ। এই সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থায়নে ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী দেওয়া হয়েছে। ঈদ সামগ্রী হিসেবে প্রত্যেককে পাঁচ কেজি সাধারন চাউল, এক কেজি খাসার চাউল, এক কেজি তেল, এক কেজি ডাল, দুই প্যাকেট সেমাই, এক কেজি চিনি, দুই কেজি পেয়াজ ও দুই কেজি আলু দেওয়া হয়।
কিউএনবি/অনিমা/২১ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৬:১