স্পোর্টস ডেস্ক : ইতালিয়ান লিগ সিরি ‘আ’ তে স্বপ্নের মতো সময় পার করলেও চ্যাম্পিয়নস লিগে প্রথমবারের মতো সেমিফাইনাল খেলার স্বপ্ন পূরণ হলো না নাপোলির। অল ইতালিয়ান কোয়ার্টার ফাইনালে এসি মিলানের সঙ্গে পেরে উঠল না দলটি। বরং মিলান ২০০৭ সালের পর প্রথমবার প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছে গেল।
নাপোলির মাঠে মঙ্গলবার ১-১ ড্র করে মিলান। ঘরের মাঠে প্রথম লেগ ১-০ ব্যবধানে জেতায় দুই লেগ মিলিয়ে ২-১ এর অগ্রগামিতায় শেষ চারে পা রাখল মিলান।
২০০৭ সালে সবশেষ চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতে এসি মিলান। এরপর আর প্রতিযোগিতার সেমিফাইনালে ওঠা হয়নি দলটির।
শেষ চারে নগর প্রতিদ্বন্দ্বী ইন্তার মিলানকে প্রতিপক্ষ হিসেবে পেতে পারে এসি মিলান। বুধবার যারা বেনফিকার মুখোমুখি হবে। প্রথম লেগে ২-০ গোলে জিতে সুবিধাজনক অবস্থানে আছে দলটি।
এদিন শুরুতে আধিপত্য ছিল নাপোলিরই। ম্যাচের ২২তম মিনিটে অলিভিয়ের জিরু তো পেনাল্টি পেয়েও মিলানকে এগিয়ে নিতে ব্যর্থ হন। পরে অবশ্য এই অভিজ্ঞ ফরাসি তারকার গোলেই প্রথমার্ধে লিড পায় মিলান।
দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ে ভিক্টর ওশিমেন গোল করেন বটে। তবে নাপোলির তাতে কাজের কাজ কিছু হয়নি। ম্যাচটা শুধু ড্র হয়েছে। কিন্তু সেমিফাইনালে পা রাখার জন্য নাপোলির জন্য তা যথেষ্ট ছিল না।
কিউএনবি/অনিমা/১৯ এপ্রিল ২০২৩,/সকাল ৬:৩১