মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : সারাদেশে একযোগে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এর উদ্বোধনী অনুষ্ঠানে গনভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে জয়পুরহাট জেলা ও ক্ষেতলাল উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর ভার্চুয়ালী উদ্বোধন শেষে সোমবার সকালে জয়পুরহাট জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে প্রধানমন্ত্রীর পক্ষে ফলক উন্মচোন করে উদ্বোধন করেন জয়পুরহাট-০১ আসনের সংসদ সদস্য ও স্বারাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু।
এসময় জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, পুলিশ সুপার নূরে আলম, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামছুল আলম, জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন উপস্থিত ছিলেন।
কিউএনবি/অনিমা/১৭ এপ্রিল ২০২৩/দুপুর ২:৪৮