মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জয়পুরহাটে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন পৌর যুব সংঘের উদ্যোগে শতাধিক দুস্থ্য প্রতিবন্দীদের মাঝে ঈদ উপহার হিসাবে শাড়ি, লঙ্গী ও পাঞ্জাবী বিতরণ করা হয়েছে। রবিবার জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত্বরে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আফসার উদ্দিন, পৌর কাউন্সিলর নূর আলম, বিটিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতা সাংবাদিক মনিরুজ্জামান মনির, পৌর যুব সংঘের আহবায়ক বজলুর রহমান সাগর, যুগ্ম আহবায়ক রিয়াজুল ইসলাম, সদস্য সচিব হুমায়ন কবির, সদস্য দেলোয়ার হোসেন ও লিটন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ জানান তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে
কিউএনবি/অনিমা/১৬ এপ্রিল ২০২৩,/দুপুর ১:৪১