মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন করা হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে স্থানীয় রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রাতে হাডুডু, লাঠি খেলা ও পালকি প্রদর্শনের মতো বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়। মঙ্গল শোভাযাত্রায় জেলার বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ অংশ নেয়।
পরে কালেক্টরেট চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। এসময় জেলা পরিষদের চেয়ারম্যান খাজা শামসুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাজা চৌধুরি প্রমুখ।
কিউএনবি/অনিমা/১৪ এপ্রিল ২০২৩,/রাত ৮:০১