স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে প্রথম ম্যাচে বেঙ্গালুরুকে হারিয়ে কনফিডেন্ট কেকেআর। এর মাঝে ২২ গজে দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা লিটন দাসের মতো ক্রিকেটারকে। ফলে সবটা মিলিয়ে ক্রিকেটভক্তদের কাছে দুধে-বাতাসা।নিয়মের মারপ্যাঁচে সাকিব আল হাসান বিশ্বক্রিকেটের ব্যয়বহুল আয়োজন আইপিএলের ১৬তম আসরে খেলতে পারছেন না। তবে বেশ ক’দিন হলো কলকাতায় এসেছেন লিটন দাস। তাই ক্রিকেটভক্তদের মনে কিছুটা হলেও খুশির হাওয়া।
তবে লিটনের দলে সুযোগ পাওয়া কঠিনই হবে তা সত্য। কারণ, দলে সুযোগ পেতে লিটনের লড়াইটা হবে আফগান ওপেনার গুরবাজের সঙ্গে। আর প্রথম তিন ম্যাচে কলকাতার হয়ে খেলে সুনাম কুড়িয়েছেন এই আফগান ওপেনার। তিন ম্যাচে এক ফিফটিসহ ৯৪ রান করেছেন গুরবাজ। তার গড় ৩১.৩৩ এবং স্ট্রাইক রেটটাও ১৩০.৫৫। তবে আরেক দিক থেকে দলে সুযোগ পেতে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে লিটনকে।
কারণ, যদি কেকেআর গুরবাজকে দল থেকে বাদ দেয়, তাহলে আরেক ইংলিশ ওপেনার রয়েছে তাদের দলে। ২ কোটি ৮০ লাখ রুপিতে ইংলিশ ওপেনার জেসন রয়কে দলে টেনেছে দুবারের আইপিএল শিরোপাধারীরা। তবে রয় থেকে এক জায়গায় এগিয়ে আছেন লিটন, আর তা হচ্ছে উইকেটকিপিং। এদিকে দেখার বিষয় লিটন আজ সুযোগ পান কি না।
কিউএনবি/আয়শা/১৪ এপ্রিল ২০২৩,/দুপুর ১২:৫৫