স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট দলের লেগ স্পিনার উসমান কাদিরের দলে জায়গা পাওয়া নিয়ে স্বজনপ্রীতির শোরগোল শোনা যাচ্ছে। উসমান অধিনায়ক বাবর আজমের বন্ধু, এ কারণে তাকে দলে ডাকা হয়েছে—এমনটা শোনা যাচ্ছে। এ ধরনের মন্তব্যে অনেকটাই বিব্রত উসমান। খবর ক্রিকেট পাকিস্তানের।
‘মানুষ মনে করে বন্ধুত্বের সুবাদেই আমি পাকিস্তান দলে, যেটি ঠিক না। আমি পরিস্কার করে বলতে চাই, বাবর আমাকে দলে আনেননি। ২০১৯ সালে মিসবাহ উল হক যখন প্রধান নির্বাচক তখন আমি দলে সুযোগ পাই। ’উসমান আরও বলেন, বাবর আজম আমার বন্ধু, আমার বাল্যবন্ধু। সেটি মাঠের বাইরে। মাঠে পারফরমেন্সের বাইরে বন্ধুত্বের কোনো প্রভাব নেই।
কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:০০