স্পোর্টস ডেস্ক : সিটির বিপক্ষে ম্যাচ শেষে সানে ও মানের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে বলে জানিয়েছে জার্মানির বিভিন্ন সংবাদমাধ্যম। বিল্ড ও স্কাই স্পোর্টস জার্মানি জানিয়েছে, একপর্যায়ে সানের মুখে ঘুষি বসিয়ে দেন মানে।
এমন ঘটনার সূত্রপাত হয় মাঠে সানের কথা বলার ধরন নিয়ে। মানের সঙ্গে মাঠেই খারাপ কথা বলায় তাতে অভিযোগ করেন তিনি। পরবর্তী সময়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ ঘটনার জন্য সানেকে নাকি কিছুক্ষণ ড্রেসিংরুমের বাইরেও থাকতে বলা হয়েছিল।
সিটির বিপক্ষে পুরো ম্যাচে বায়ার্ন মিউনিখ তেমন প্রতিরোধ সৃষ্টি করতে না পারলেও লেরয় সানে ছিলেন ব্যতিক্রম। সিটির পোস্টে চার শটের তিনটিই নিয়েছেন সানে। যদিও কোনো গোল করতে পারেননি। এদিকে সানে ও মানের মনোমালিন্য নিয়ে বায়ার্নের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়া হয়নি।
কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৪০