স্পোর্টস ডেস্ক : হেড অব প্রোগ্রাম। বিসিবি পদটা সৃজনই করেছে নতুন করে এবং ডেভিড মুরই এই পদে দায়িত্বপ্রাপ্ত প্রথম ব্যক্তি। মাস তিনেক হয় বাংলাদেশে কাজ করছেন এই অস্ট্রেলিয়ান। দেশ রূপান্তরের সঙ্গে আলাপে জানিয়েছেন নতুন জায়গায় কাজ করার সুবিধা-অসুবিধাসহ অনেক কিছুই।
যোগ দেওয়ার পর শুরুতেই মুরকে পড়তে হয়েছিল একটা বিড়ম্বনায়। ক্রিকেট অপারেশনস, গেম ডেভেলপমেন্ট নাকি হাই পারফরম্যান্স- বিসিবির কোন বিভাগে ঠাঁই হবে এই অস্ট্রেলিয়ানের। তাকে বসার একটা রুম দেওয়ার মতো অবস্থা ছিল না শুরুতে।
কাল বিসিবির অ্যাকাডেমি ভবনের নিচতলায় যেখানে মুরের সঙ্গে কথা হলো, সেই ঘরটা এক সময় গুদামঘর হিসেবেই ব্যবহৃত হতো। বিসিবি কর্তাদের কার্যালয়ের যে শান শওকত, সেসব জোটেনি মুরের ভাগ্যে। বসার জায়গাটাও মূল ভবন থেকে আলাদা, তাতে করে একদিক থেকে হয়তো ভালোই হয়েছে তার। শুরুতেই জানতে চাওয়া হয়েছিল, নতুন সৃজন করা এই পদে মুরের মূল কাজগুলো কী?
৫৮ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান নিজেই ব্যাখ্যা করলেন, ‘বাংলাদেশে আমার কাজ তিন জায়গায়। বাংলাদেশ টাইগার্স, হাই পারফরম্যান্স ইউনিট আর গেম এডুকেশন। আমি আসলে জাতীয় দলের প্রধান কোচ কী চাইছেন, সেটার জোগান দেব। আমি কোচ নই। আমার কাজ কোচের চাহিদা অনুযায়ী সঠিক খেলোয়াড়টিকে খুঁজে বের করা। যে খেলোয়াড়রা যখন জাতীয় দলে থাকবেন না, তাদের তৈরি রাখা যাতে করে কেউ চোট পেলে, অফ ফর্মে থাকলে বা অবসরে গেলে তার বিকল্প সঠিক খেলোয়াড়টিকে যেন জাতীয় দলের জন্য তৈরি রাখা যায়।’
একটু উদাহরণ দিয়ে ব্যাখ্যা করেই মুর বললেন, ‘চন্ডিকা হাথুরুসিংহে খুবই খুঁতখুঁতে ধরনের কোচ। সে তার প্রস্তুতি একদম পরিপূর্ণ রাখতে চায়। যেমন ধরা যাক বাংলাদেশ দল ইংল্যান্ডে যাচ্ছে, সেখানে তার কয়জন পেসার লাগবে আর কয়জন স্পিনার লাগবে। অফস্পিনার না লেগস্পিনার লাগবে সে তার মতো করে পরিকল্পনা করবে। জাতীয় দলের চুক্তিতে যদি এই চাহিদা অনুযায়ী খেলোয়াড় না থাকে তাহলে সে নির্বাচকদের জানালে নির্বাচকরা আমার কাছে জানতে চাইবে কোন কোন খেলোয়াড় এখন সর্বোচ্চ পর্যায়ে খেলার মতো প্রস্তুত আছে। তখন আমি নাম পাঠাব, সেখান থেকে নির্বাচকরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’
অর্থাৎ মুরকে বাংলাদেশ টাইগার্স, এইচপি মিলিয়ে খেলোয়াড়দের একটা বড় তথ্যভান্ডার ব্যবস্থাপনা করতে হচ্ছে যেখানে নানান তথ্যউপাত্ত মিলিয়ে খেলোয়াড়ের পারফরম্যান্স, ফর্ম, ব্যক্তিগত নৈপুণ্য সবকিছুর একটা বৃত্তান্ত এক নজরে পাওয়া যাবে।
কিউএনবি/অনিমা/১৩ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:৫৭