স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমে দারুণ ছন্দে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। এরিক টেন হ্যাগের অধীনে যেন বদলে গেছে দলটি। ইউরোপা লিগে ভালো ফর্মে তারা। বার্সেলোনা ও রিয়াল বেতিসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে ইংলিশ জায়ান্টরা। কোয়ার্টার ফাইনলে তাদের সামনে বড় বাধা আরেক স্প্যানিশ ক্লাব সেভিয়া।
এই মৌসুমে ফর্মের বিচারে সেভিয়ার থেকে অনেকখানি এগিয়ে আছে রেড ডেভিলরা। নিজেদের শেষ দুই ম্যাচে জয় পেয়েছে তারা। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের ভালো অবস্থানে আছে ইউনাইটেড।
কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:৪০