মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : ২০২৩-২৪ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষে জয়পুরহাট সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এ কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জয়পুরহাট-০১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাড সামছুল আলম দুদু। এ সময় উপজেলা কৃষি অফিসার কায়সার ইকবাল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খোরশেদ আলম মোহাম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অশোক ঠাকুর, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা রহমান বিথী অনুষ্ঠানে বক্তব্য দেন।
অনুষ্ঠান শেষে সদর উপজেলার ১২শ প্রান্তি কৃষদের মাঝে ৫ কেজি করে উফশী আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।
কিউএনবি/অনিমা/১১ এপ্রিল ২০২৩,/রাত ৮:১৯