স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের ১১তম ম্যাচে মুখোমুখি রাজস্থান রয়েলস বনাম দিল্লি ক্যাপিটাল। শনিবার গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রাজস্থানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে দিল্লি কেপিটালস।
প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে রাজস্থান। উদ্বোধনী জুটিতে ৮.৩ ওভারে ৯৮ রানের পার্টনারশিপ গড়েন দুই ওপেনার জস বাটলার ও ইয়েসবি জসওয়াল। শুরু থেকে ব্যাটিং তাণ্ডব চালিয়ে যাওয়া জসওয়াল মাত্র ৬১ বল মোকাবেলা করে ১১টি চার আর এক ছক্কার সাহায্য ৬০ রান করে ফেরেন।
ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে ইনিংস শেষ হওয়ার ৯ বল আগে ফেরেন জস বাটলার। তার আগে ৫১ বলে ১১টি চার আর এক ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৭৯ রান করেন ইংলিশ এই তারকা ব্যাটসম্যান। পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ২১ বলে ৪টি ছক্কার আর একটি চারের সাহায্যে ৩৯ রানের অনবদ্য ইনিংস খেলেন ক্যারিতীয় তারকা ব্যাটসম্যান সিমরন হিতমায়ার।
মূলত দুই ওপেনার ইয়েসবি জসওয়াল, জস বাটলার ও সিমরন হিতমায়ারের ব্যাটিং তাণ্ডবে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রানের পাহাড় গড়ে রাজস্থান রয়েলস।
কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৩,/রাত ৮:০০