স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসর শুরু হয়েছে গত ৩১ মার্চ। কিন্তু জাতীয় দলের খেলা থাকায় আইপিএলে অংশ নিতে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে বিলম্ব হয় লিটন কুমার দাসের। শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টের মধ্য দিয়ে শেষ হয়েছে হোম সিরিজ। রোববার আইপিএল খেলতে ভারত সফরে যাওয়ার কথা রয়েছে তারকা ওপেনারের।
এবারের আইপিএলে বাংলাদেশ থেকে সর্বোচ্চ তিনজন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। জাতীয় দলের খেলা থাকায় কেকেআরের হয়ে এবার খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। মোস্তাফিজুর রহমান ইতোমধ্যে দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছেন। রোববার কেকেআরে যোগ দেবেন লিটন।
একটি সূত্র জানিয়েছে, আগামীকাল রোববার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে একটি ফ্লাইটে আইপিএল খেলতে ভারতের উদ্দেশ্যে যাত্রা করবেন লিটন। আগামীকাল বিকেল ৪টায় গুজরাট টাইটান্সের বিপক্ষে খেলা আছে কলকাতা নাইট রাইডার্সের। ১৪ এপ্রিল পরের ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।
কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:৪৪