স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন নেইমার। পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাঠে বা মাঠের বাইরে যেখানেই থাকুন, তাকে নিয়ে আলোচনা হবেই। মাঠে থাকলে পারফরম্যান্স নিয়ে আলোচনা হয় আর মাঠের বাইরে থাকলে হয় বিতর্ক, নয়তো কোনো না কোনো কাজ নিয়ে। এবার আলোচনায় তিন ছবির ক্যাপশনের কারণে।
ডান পায়ের অ্যাঙ্কেলে গত ফেব্রুয়ারিতে চোট পান নেইমার। গত মাসে দোহায় তার পায়ে অস্ত্রোপচার করানো হয়। এখন আছেন মাঠে ফেরার পুনর্বাসন প্রক্রিয়ায়। অনুশীলনে যেতে পারছেন না, কিছু একটা নিয়ে ব্যস্ত তো থাকতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শুক্রবার নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন নেইমার। আয়নার সামনে দাঁড়িয়ে তোলা ছবির ক্যাপশনে নেইমার লেখেন, ‘আয়না, ও আমার আয়না! আমার চেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, লড়াকু, সাহসী এবং অবশ্যই সুন্দর—আর কেউ আছে?’
ক্যাপশনের সঙ্গে দুটি হাসির ইমোজিও দিয়েছেন নেইমার। স্টোরিতে পরের দুটি পোস্টে রয়েছে ফিটনেস ফিরে পেতে ব্যায়াম করার ভিডিও। ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। মার্কা জানিয়েছে, পিএসজিতে এই ছয় মৌসুমে চোটের কারণে ১০৪টি প্রতিযোগিতামূলক ম্যাচ মিস করেছেন নেইমার। সব প্রতিযোগিতা মিলিয়ে পিএসজির হয়ে খেলেছেন ১৭৩ ম্যাচ।
কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:২৮