ডেস্ক নিউজ : বাংলাদেশ জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি (সুবর্ণ জয়ন্তী) উদযাপন উপলক্ষে বিশেষ অধিবেশন শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়। এর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশন আগামী ৯ এপ্রিল পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আজ শুক্রবার সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপর সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ প্রস্তাব উত্থাপন করবেন।
এরপর স্পিকার সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেন। সদস্যরা হচ্ছেন এইচ এন আশিকুর রহমান, আসাদুজ্জামান নূর, মো. মকবুল হোসেন, কাজী ফিরোজ রশীদ ও কানিজ ফাতেমা আহমেদ। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা অগ্রবর্তিতার ভিত্তিতে সংসদে সভাপতির দায়িত্ব পালন করবেন। এ সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ বেশির ভাগ সংসদ সদস্য অধিবেশনকক্ষে উপস্থিত ছিলেন। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন ছাড়াও বছরব্যাপী কর্মসূচি পালন করা হবে।
কিউএনবি/আয়শা/০৭ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:০০