স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হারের দুঃখ এখনও ভুলতে পারেনিf ব্রাজিল সমর্থকেরা। এর মাঝেই প্রথমবারের মতো আয়োজিত মেয়েদের ‘ফিনালিসিমা’য় ইংল্যান্ডের কাছে টাইব্রেকারে হেরে গেল ব্রাজিল। তাদেরকে ৪-২ ব্যবধানে হারিয়ে প্রথম আসরের শিরোপা জিতে নিয়েছে ইংল্যান্ডের মেয়েরা। খেলার নির্ধারিত সময় ১-১ সমতায় শেষ হয়েছিল।