বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে জুতা বিক্রির অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারি পরিচালক মো. মেহেদী হাসান এ অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় জরিমানা করা হয়েছে, পৌর এলাকার ফরিদুল হুদা রোডের এলিগ্যান্স, গোল্ডেন মাইল্স ও স্টেপ (ফুট প্রিন্ট) নামে তিনটি জুতার দোকানকে। অভিযানে ওই তিনটি প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মেহেদী হাসান জানান, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য ও ভেজাল পণ্যের বিরুদ্ধে প্রতিনিয়তই বাজারে অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় অভিযানে দেখা যায় তিনটি জুতার দোকানে অধিক মুনাফার লোভে জুতার গায়ে থাকা নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের প্রাইজ ট্যাগ বসিয়ে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছে।
কিউএনবি/আয়শা/০৬ এপ্রিল ২০২৩,/রাত ১১:৪০