বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আগুনে এক কৃষকের গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। মারা যায় গোয়াল ঘরে থাকা নয় মাসের গর্ভবতী একটি গাভী। বুধবার (৫এপ্রিল) রাতে উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রান্নাঘর থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
আব্দুল্লাহপুর গ্রামের মেম্বার ইদ্রিস মিয়া জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গ্রামের আব্রু চৌধুরীর রান্নাঘরে প্রথমে এ আগুন লাগে। মুহুর্তে সেই আগুন ছড়িয়ে পড়লে গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায়। এসময় একটি গর্ভবতী গাভীও পুড়ে মারা যায়।
গাভীটি দুই এক দিনের মধ্যে বাচ্চা প্রসব করার কথা ছিল। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। আব্রু চৌধুরীর ছেলে শওকত চৌধুরী বলেন আগুনে আমাদের প্রায় কয়েক লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। গর্ভবতী গাভীর মৃত্যু হওয়াটা মেনে নিতে পারছি না।