স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসানের ছোঁয়ায় যেন বদলে গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই অলরাউন্ডার গত ম্যাচে খেলে জয়ের সুরটা বেঁধে দিয়েছেন। এবার টানা দ্বিতীয় জয় তুলল সাদা-কালোরা এবং সেটা সাকিবকে ছাড়াই।বিকেএসপিতে বুধবার অগ্রণী ব্যাংকে ৩৯ রানে হারিয়েছে মোহামেডান। এতে ফিকে হয়ে যাওয়া সুপার লিগের আশাও ফের উজ্জ্বল হতে শুরু করেছে দলটির।
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট চলমান থাকলে ৮ এপ্রিল সিটি ক্লাবের বিপক্ষে মোহামেডানের হয়ে খেলতে পারতেন না সাকিব। তবে বুধবার টেস্টের দ্বিতীয় দিনের পর মনে হচ্ছে ওই ম্যাচে সাকিবকে পেতে পারে ক্লাবটি। তার আগে মোহামেডান জয়রথ ধরে রাখার কাজ সেরেছে। রানে ফিরেছেন সৌম্য সরকারও। ৯১ বলে ৫৬ রান করে এই মৌসুমে প্রথম হাফসেঞ্চুরি পেয়েছেন।
এ ছাড়া মাহিদুল অঙ্কনের ২২, মাহমুদউল্লাহর ২৩, শুভাগত হোমের ২৯, আরিফুলের ২৪ ও জ্যাক লিনটটের ২৫ রানে ২২০ তোলে মোহামেডান। জবাবে স্পিনার নাজমুল অপুর ৩, পেসার মুশফিক হাসানের ৩ ও চায়নাম্যান বোলার লিনটটের ২ উইকেটে সহজ জয় পায় ঢাকার ঐতিহ্যবাহী দলটি। অগ্রণীর হয়ে শামসুর ইসলাম ৪৬ ও আজিম নাজির কাজি ৩৮ রান করে লড়াই করেন।
সাকিব মোহামেডানের হয়ে এখন পর্যন্ত একটি ম্যাচই খেলেছেন। আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করে গত শনিবার শেখ জামালের বিপক্ষে মাঠে নামেন। ব্যাটে-বলে সাকিব ভালো করতে না পারলেও সেই ম্যাচেই আসরে প্রথম জয়ের মুখ দেখে মোহামেডান।
কিউএনবি/আয়শা/০৫ এপ্রিল ২০২৩,/রাত ১০:০৫