স্পোর্টস ডেস্ক : গত সেপ্টেম্বরে নেপালে সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতে দেশে ফেরার পর বিরোচিত অভ্যর্থনা পেয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। ঐতিহাসিক ওই সাফল্যের পর নানা ব্যক্তি-সংস্থা অর্থ পুরস্কার ঘোষণা করেছিল মেয়েদের জন্য। অনেকেই সেই অর্থ তুলে দিয়েছে ফুটবলারদের হাতে। সে সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনও সাফজয়ী মেয়েদের ৫০ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দেন। তবে সেই পুরস্কার মেয়েদের হাতে পৌঁছায়নি। আর না পৌঁছানোর কারণটা এবার জানালেন খোদ বিসিবি সভাপতি।
মেয়েদের অর্থ পুরস্কার প্রসঙ্গটি গত সোমবার বাফুফে সভাপতির সংবাদ সম্মেলনেও উঠে এসেছিল। বিসিবিকে খোঁচা দিয়ে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন বলেছিলেন, ‘মেয়েদের চ্যাম্পিয়ন হওয়ার পর মানিক (বাফুফে সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক) টাকা দিয়েছে। সালামের (বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী) পে-অর্ডার করে রেডি আছে। বিসিবির খবর জানি না। অনেকে টিভি পর্দায় বলেছে…। তাদের বলছি, ২৪ তারিখ দল যাবে (এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইপর্ব খেলতে সিঙ্গাপুর যাবে দল)। সেখানে টাকা দেন।’
এই প্রসঙ্গে সিইও নিজামউদ্দিন বলেন, ‘আমাদের বোর্ড সভাপতির একটা কমিটমেন্ট ছিল ৫০ লাখ টাকা খেলোয়াড়দের দেওয়ার ব্যাপারে। সেভাবেই বাফুফের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আমার কথা হয়েছে। আসলে খেলোয়াড়দের অ্যাভেইলঅ্যাবিলিটি এবং তাদের কাছে চেক তুলে দেওয়ার যে ইচ্ছে আমাদের ছিল, সেটা মিলছিল না বলেই হয়তো দেরিটা হচ্ছিল।’
বিসিবি সভাপতি আরও বলেন, ‘আমরা প্রস্তুত ছিলাম তিন-চার মাস আগে থেকেই এবং চেকও প্রস্তত ছিল। আমরা সাম্প্রতিক সময়েও কথা বলেছি। ওনারা সুবিধাজনক একটা সময় দিলে আমরা চেকগুলো হস্তান্তর করে দেব। ইচ্ছে আছে ঈদের আগেই দিয়ে দেওয়ার।’
কিউএনবি/আয়শা/০৫ এপ্রিল ২০২৩,/রাত ৯:৩৪