ডেস্ক নিউজ : রাজধানী সুপার মার্কেট ও গাউছিয়া মার্কেটসহ রাজধানীতে বেশকিছু ঝুঁকিপূর্ণ মার্কেট রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। বৃহস্পতিবার (৬ এপ্রিল) থেকে এসব মার্কেটে সার্ভে চালানো হবে বলে জানান তিনি।
বুধবার (৫ এপ্রিল) দুপুর ১টায় বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণের হালনাগাদ পরিস্থিতি জানাতে অধিদপ্তরের প্রধান ফটকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, রাজধানী সুপার মার্কেট ও গাউছিয়া মার্কেটকেও ঝুঁকিপূর্ণ মনে করছে ফায়ার সার্ভিস। আগামীকাল এ দুটি মার্কেট সার্ভে করা হবে।
তিনি বলেন, এনেক্সকো ভবনের ৫ ও ৬ তলায় গোডাউন রয়েছে। সেখানে এখনো মাঝে মাঝে আগুন দেখা যাচ্ছে। সেখানে আমাদের ফায়ার সদস্যরা কাজ করছে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সরকারি স্থাপনা নয়, প্রত্যেকটা স্থাপনাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা গ্রুপে গ্রুপে ভাগ হয়ে এক এক জায়গায় কাজ করেছি। একসঙ্গে একশ ফায়ার ফাইটার জড়ো হলেও সেটা কাজের জন্য কিন্তু অন্তরায়।
তিনি আরও বলেন, আপনারা দেখেছেন পুলিশ সদর দপ্তরের একটি তিনতলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ সদর দপ্তরের পাশেই এনেক্সকো টাওয়ারের বর্ধিত ভবনটি পোড়েনি। সেটা কিন্তু আমরা রক্ষা করেছি।
কিউএনবি/আয়শা/০৫ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৫০