স্পোর্টস ডেস্ক : ৬ এপ্রিল সন্ধ্যায় ক্রিকেটের নন্দনকানন বলে পরিচিত কলকাতার ইডেন গার্ডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। মহারণের প্রস্তুতি নিতে ইডেনে প্র্যাকটিস শুরু করেছে টিম নাইট রাইডার্স। টিম বাস থেকে নেমে মঙ্গলবার বিকেলে সোজা ক্রিকেটাররা ঢুকেছেন ইডেনে।
কিন্তু সেখানে নেই সাকিব-লিটনরা!প্রায় দু-সপ্তাহ ধরে টালবাহানার পরও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে চূড়ান্তভাবে সম্মতিপত্র মেলেনি সাকিব-লিটনের। তাই মহারণের আগে ইডেনে বিরাটদের একনজর দেখতে আসা কেকেআরভক্তরা বললেন, আইপিএল কর্তৃপক্ষ কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কারো ক্ষতি হলো না, ক্ষতি হলো সাধারণ ক্রিকেটভক্তদের। ২২ গজে তারা বাংলাদেশের বিশ্বসেরা এই ক্রিকেটারদের দেখতে চেয়েছিলেন। তাইতো কেউ এসেছেন মালদা থেকে, কেউ আবার কোচবিহার এমনকি বাংলাদেশ থেকেও ম্যাচ দেখতে কলকাতা পা রেখেছেন বহু ক্রিকেটভক্ত!
কিউএনবি/আয়শা/০৫ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৩০