স্পোর্টস ডেস্ক : শুরু হয়ে গেছে আইপিএল। কিন্তু ২০০৮ সালের পর অর্থাৎ প্রথম আইপিএলের পর আর এই লিগে খেলার সুযোগ পাননি পাকিস্তানের ক্রিকেটাররা। সেই বছরই মুম্বাইয়ে জঙ্গি হামলা হয়। এরপর থেকেই আইপিএল খেলায় নিষেধাজ্ঞা জারি হয় পাক ক্রিকেটারদের। যা এখনও চলছে। দ্বিপাক্ষিক সিরিজেও দুই দেশ আর মুখোমুখি হয় না। আইসিসি টুর্নামেন্টেই যা দেখা হয় দুই দলের।
এবার এই আইপিএল ইস্যুতে বিসিসিআইকে কটাক্ষ করলেন বিশ্বজয়ী পাক অধিনায়ক ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, এটা ভাবতে সত্যিই অবাক লাগে। পাক ক্রিকেটারদের আইপিএল খেলার সুযোগ দেয় না ভারতীয় ক্রিকেট বোর্ড। এটা বিসিসিআইয়ের ঔদ্ধত্য ছাড়া আর কিছুই নয়। এরপরই ইমরানের সংযোজন, বিসিসিআই পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএল খেলার অনুমতি না দিলে না দেবে। এতে পাক ক্রিকেটারদের চিন্তিত হওয়ার কিচ্ছু নেই।
ইমরানের দাবি, টাকার জোরেই এই ঔদ্ধত্য দেখিয়ে আসছে বিসিসিআই। ভারত ও পাকিস্তানের সমস্যাটা বেশ দুঃখজনক। টাকার জোরে বিসিসিআইয়ের ঔদ্ধত্য বেড়েছে। ক্ষমতা বেড়েছে। তার অপব্যবহারও করছে। নিজেরাই ঠিক করছে, কাদের সঙ্গে খেলবে আর কাদের সঙ্গে নয়।
কিউএনবি/অনিমা/০২ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:৩২