বিনোদন ডেস্ক : আসন্ন ঈদে শাকিব ও পূজার দুটি সিনেমা মুক্তি পাবে। সেগুলো হলো শাকিব খান অভিনীত ‘লিডার- আমিই বাংলাদেশ।’ অন্যদিকে ঈদে পূজা অভিনীত ‘জ্বীন’ মুক্তির ঘোষণা দেয়া হয়েছে। ২০১৯ সালে ‘জ্বীন’ সিনেমার দৃশ্যায়ন শুরু হয়। দৃশ্য ধারণের পর বেশ কয়েকবার মুক্তির কথা শোনা গেলেও শেষ পর্যন্ত আসন্ন ঈদে মুক্তির পরিকল্পনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ।
সিনেমা প্রসঙ্গে অভিনেত্রী পূজা বলেন, সিনেমাটির কাজ অনেক আগে থেকে শুরু হলেও করোনার কারণে তা পিছিয়ে যায়। সত্য ঘটনার আলোকে নির্মিত ‘জ্বীন’ সিনেমাটি অনেক প্রতীক্ষিত ও সবার আগ্রহের জন্যই মূলত ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে আশা করছি। তাছাড়া সজলের সঙ্গে আমার এটাই অভিনেত্রী হিসেবে প্রথম জুটি।
পূজা আরও বলেন, ‘আমরা সবাই মিলে চেষ্টা করেছি একটি ভালো সিনেমা বানানোর। আশা রাখছি আমার ভালোবাসার এবং প্রিয় দর্শকরা এই চেষ্টার মূল্যায়ন অবশ্যই করবেন।’ এদিকে গত বছরের ২৬ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পায় বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত এই সিনেমাটি।
সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা তপু খান বলেন, ‘‘চলচ্চিত্রটি নির্মাণ করার দায়িত্ব আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করেছি। শাকিব খান এবং বুবলীসহ টিমের সবাই আমাকে আন্তরিকভাবে সহযোগিতা করেছে। দর্শকরা ঈদে পেতে যাচ্ছে একটি অসাধারণ চলচ্চিত্র ‘লিডার, আমিই বাংলাদেশ’।’’
সময়ই বলে দেবে শাকিব নাকি পূজা কার সিনেমা দর্শক টানবে হলে।
কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৩,/রাত ৯:৩৫