আন্তর্জাতিক ডেস্ক : গত বৃহস্পতিবার (২৩ মার্চ) সিরিয়ায় ইরানপন্থি গোষ্ঠীর ওপর বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার জবাবে দেশটির পূর্বাঞ্চলে একাধিক বিমান হামলা চালানো হয়েছে বলে জানায় মার্কিন সামরিক কর্মকর্তারা। এ হামলায় গোষ্ঠীটির ১১ সদস্য নিহত হয়।
মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন আরও বলে, বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর প্রায় ১টা ৩৮ মিনিটে সিরিয়ার উত্তরাঞ্চলীয় হাসাকা শহরের কাছে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর একটি ঘাঁটিতে একটি ড্রোন হামলা চালানো হয়। ওই হামলায় এক মার্কিন সামরিক ঠিকাদার নিহত ও আরও একজন আহত হন। এছাড়া আহত হন আরও পাঁচ সেনা।
ড্রোন হামলার জন্য সিরিয়ার ইরানপন্থি একটি গোষ্ঠীকে দায়ী করে ওয়াশিংটন। এরপরই সিরিয়ার পূর্বাঞ্চলে গোষ্ঠীটির অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। ওই হামলার একদিন পর শুক্রবার (২৪ মার্চ) অনলাইনে একটি বিবৃতি দিয়ে যুক্তরাষ্ট্রকে হুশিয়ারি ইরানপন্থি মিলিশিয়া গোষ্ঠীগুলো।
আল জাজিরার প্রতিবেদন মতে, ’ইরানিয়ান অ্যাডভাইজরি কমিটি ইন সিরিয়া’র সাক্ষর করা ওই বিবৃতিতে বলা হয়, মার্কিন বিমান হামলায় আমাদের বেশ কয়েকজন যোদ্ধা হতাহত হয়েছে। এরপর বলা হয়, এরপর সিরিয়ায় আমাদের কোনো ঘাঁটি কিম্বা আমাদের যোদ্ধাদের টার্গেট করা হয়, তাহলে তার জবাব দেয়া হবে। সেই সক্ষমতা আমাদের আছে।’
এরপর শুক্রবার রাতেও হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। সিরিয়ায় মার্কিন সেনাদের একাধিক ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। জবাবে সিরিয়ার পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্র নতুন করে বিমান হামলা চালায়। সিরিয়ার সরকারবিরোধী দুই অধিকারকর্মী এ তথ্য নিশ্চিত করেছেন। এসব হামলা ইরানপন্থি মিলিশিয়া বাহিনীর অবস্থানে আঘাত হেনেছে।
কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৩,/রাত ৮:৩৫