বিনোদন ডেস্ক : গানের শিরোনাম ‘বুঝি না তো তাই’। এটি ফারিয়ার চতুর্থ গান। সবশেষ ২০২১ সালে প্রকাশ পেয়েছিল তাঁর একক গান ‘হাবিবি’। ‘বুঝি না তো তাই’ শিরোনামের গানটি লিখেছেন বাঁধন। সুর করেছেন বলিউডের মামজি স্ট্রেনজার আর সংগীতায়োজন করেছেন ডিজে লায়ান। চমক রয়েছে আরও, এতে তার সহশিল্পী হিসেবে আছেন মামজি স্ট্রেনজার। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ডের নাগরিক। গানের ভিডিওতে ফারিয়ার সঙ্গে তাকেও দেখা যাবে। এরই মধ্যে মুক্তি পেয়েছে নতুন ‘বুঝি না তো তাই’-এ গানের ট্রেলার। ঈদে মুক্তি পাবে নতুন এই গানটি।
নতুন গান নিয়ে ফারিয়া বলেন, ‘আমার আগের তিনটি গানের মতো এটিও মজার একটা গান। অনুষ্ঠানে কিংবা পার্টিতে বাজানোর জন্য এই গান। মানুষ শুনে আনন্দ পাবে। এনজয় করবে। কিছু সময়ের জন্য অনুভবে হারিয়ে যাবে। এবারের গানে সংগীতপ্রেমীরা নতুন এক নুসরাত ফারিয়ার দেখা পাবেন।’
গানের ট্রেলারে নজর কেড়েছেন নুসরাত ফারিয়া। পশ্চিমা সাজে একেবারে বোল্ড লুকে ধরা দিয়েছেন ফারিয়া। সমুদ্রপাড়ে বিদেশি ব়্যাপারের সঙ্গে নুসরাতের কেমিস্ট্রি পছন্দ করেছে নেটিজেনরা।
মিউজিক ভিডিওটিও পরিচালনা করছেন ভারতীয় নির্মাতা বাবা যাদব। ক্যামেরার দায়িত্বে রয়েছেন সৌমিক হালদার। এসভিএফ মিউজিকের প্রযোজনায় মুক্তি পাবে এই গান।
অন্যদিকে এসভিএভের নতুন সিনেমায় দেখা যাবে নুসরাত ফারিয়াকে। ‘আবার বিবাহ অভিযান’ সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাকে। সম্প্রতি শেষ হয়েছে এই সিনোমর শুটিং। কয়েকদিন আগে মুক্তি পেয়েছে এই সিনেমার ট্রেলার। এছাড়াও হাতে রয়েছে সরকারি অনুদানের সিনেমা ‘ফুটবল ৭১’।
কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৩,/রাত ৮:১৫