স্পোর্টস ডেস্ক : দেশের মাটিতে অস্ট্রেলিয়ার কাছে বাজেভাবে ওয়ানডে সিরিজ হারের পর ভারতীয় ক্রিকেট দল ব্যাপক সমালোচনার মুখে আছে। এ বছরই ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে এমন পরাজয় মানতেই পারছেন না সর্মথক থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররা। সমর্থকদের এই প্রত্যাশার চাপকেই বড় সমস্যা হিসেবে দেখছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
লাল বলের ক্রিকেটে নিয়মিত পারফর্মার অশ্বিনকে এখন আর সাদা বলের ক্রিকেটে দেখা যায় না। সমালোচকদের উদ্দেশ্যে এক ভিডিওবার্তায় ভারতীয় স্পিনার বলেন, ‘এটা ধরেই নেওয়া হয় যে ভারত জিতবে। সবাই বলে, ভারত খুব শক্তিশালী দল। আমরা সত্যিই শক্তিশালী, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু কোথাও গিয়ে মনে হয় যে, আমরা ক্রিকেটের দেশ। সবাই ক্রিকেট বোঝে। তাই সাধারণ মানুষের কিছু বক্তব্য কখনও খুব কঠিন হয়। বিশেষজ্ঞরাও এখন আমাদের প্রচুর সমালোচনা করছেন।’
সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের একটি ম্যাচে অক্ষর প্যাটেলকে ওপরে ব্যাট করানো নিয়ে সমালোচনা হয়েছিল। বিষয়টি নিয়ে অশ্বিন বলেন, ‘চেন্নাইয়ে সূর্যকুমারকে (যাদব) লোয়ার মিডল অর্ডারে খেলানো হয়েছিল। অক্ষর এবং লোকেশ রাহুলকে আগে পাঠানো হয়। অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারকে যদি দেখা হয়, তাহলে সেখানে আছেন গ্লেন ম্যাক্সওয়েল। তাকে যে কোনো পজিশনে ব্যাট করাতে পারে অজিরা। সূর্যও আমাদের তেমন ব্যাটার। অস্ট্রেলিয়া জিতেছে বলে প্রশ্ন উঠছে না, হারলে ওদেরও কথা শুনতে হতো।’
কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:০৪