ডেস্ক নিউজ : মঙ্গলবার (২১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মানবাধিকার রিপোর্ট তৈরির আগে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়ার কথা থাকলেও যুক্তরাষ্ট্র সেটি করেনি। ওপেন সোর্স থেকে এসব ইনফরমেশন (তথ্য) নেয়া হয়েছে; যার মধ্যে একটি বেসরকারি সংস্থা অধিকার। যেই সংস্থাটির অতীতে রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল। যেসব সংগঠন অনিবন্ধিত সেসব সংস্থার তথ্য ব্যবহার না করতে বলা হবে।
শাহরিয়ার আলম বলেন, সামনে দ্বিপাক্ষিক আলোচনায় এ প্রতিবেদনটির ত্রুটি তুলে ধরা হবে। প্রতিবেদনে ঢালাওভাবে মন্তব্য করা হয়েছে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা কেন্দ্রীভূত। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সংসদীয় গণতন্ত্র দ্বারা চলে। এ প্রতিবেদনে দেশে গুমের সংখ্যায় ভুল রয়েছে বলেও জানান তিনি।
কিউএনবি/আয়শা/২১ মার্চ ২০২৩,/রাত ৮:৩০