আন্তর্জাতিক ডেস্ক : সবাই তাকে স্টর্মি ড্যানিয়েলস নামে চিনলেও তার প্রকৃত নাম স্টেফানি ক্লিফোর্ড। জন্ম লুইসিয়ানার ব্যাটন রুজের একটি অপেক্ষাকৃত দরিদ্র এলাকায়। বেড়ে ওঠাও সেখানে। ছোটবেলায় তিনি ঘোড়ায় চড়তে ও লেখালেখি করতে পছন্দ করতেন।
এক সন্তানের জননী স্টর্মি ড্যানিয়েলস নিজের ছোট বেলা ও পর্ন তারকা হয়ে উঠার পেছনের গল্প বলতে গিয়ে নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘ছোটবেলায় আমার স্বপ্ন ছিল বড় সাংবাদিক হওয়ার। আমি খুব চঞ্চল ও দুষ্টু প্রকৃতির ছিলাম। তবে খুব একটা জনপ্রিয় ছিলাম না।’
তবে স্টর্মির সাংবাদিক হওয়ার স্বপ্ন পূরণ হয়নি। তার বদলে ঘটনাচক্রে জড়িয়ে পড়েন পর্ন ইন্ডাস্ট্রিতে। তবে পর্ন জগতে কাজ করার আগে মাত্র ১৭ বছর বয়সে প্রথমবারের মতো নগ্ন হয়েছিল বলে জানিয়েছেন স্টর্মি। পরে তিনি গেইসমারের স্থানীয় গোল্ড ক্লাবে কাজ শুরু করেন। পরে পর্ন জগতে জনপ্রিয় হওয়ার পাশাপাশি তিনি অসংখ্য পুরস্কার জিতেছেন।
বেশ কয়েকটি মূলধারার চলচ্চিত্রেও অভিনয় করেছেন স্টর্মি ড্যানিয়েলস। ২০১০ সালে তিনি লুইসিয়ানার রিপাবলিকান সিনেট মনোনয়নের জন্য প্রতিযোগিতা করে রাজনীতিতেও নাম লেখিয়েছিলেন।
কিউএনবি/আয়শা/২১ মার্চ ২০২৩,/বিকাল ৫:৫৪