স্পোর্টস ডেস্ক : সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে লড়াই করেছে দুই দলের দুই অধিনায়ক। ইস্ট লন্ডনের বাফেলো পার্কে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। শুরুটা ভালো এনে দেন ক্যারিবীয় দুই ওপেনার কিং ও মায়ার্স। ওপেনিং জুটি ভাঙার পর চার রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পরে ওয়েস্ট ইন্ডিজ।
তবে তখনই দলের হাল ধরেন ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ। তার ১১৫ বলে অপরাজিত ১২৮ রানের ইনিংসের ওপর ভর করে ৩৩৫ রানের বিশাল সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। হোপের ১২৮ রানের ইনিংসে ছিল পাঁচ চার ও ৭ ছয়ের মার। হোপের সঙ্গ দিয়েছেন রোভম্যান পাওয়েল, নিকোলাস পুরানরা। পাওয়েল ৪৬ ও পুরান করেছেন ৩৯ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩ উইকেট নিয়েছেন জেরাল্ড কোয়েটজি। দুটি করে উইকেট পেয়েছেন ফরচুন ও শামসি।
জবাবে বিশাল রান তাড়া করতে নেমে প্রোটিয়াদের শুরুটাও ভালো হয়। ওপেনিং জুটি থেকে আসে ৭৬ রান। তবে ডি কক আউট হওয়ার পর কেউই বেশিক্ষণ ক্রিজে টিকতে পারছিল না। কিন্তু একপ্রান্ত আগলে রেখে ম্যাচ জয়ের আশা বাঁচিয়ে রাখেন অধিনায়ক টেম্বা বাভুমা।
কিন্তু যোগ্য কোনো সঙ্গীই পাননি বাভুমা। দুই অভিষিক্ত ব্যাটসম্যান টনি ডি জর্জি ১৪ ও রায়ান রিকেলটন ২৭ রানের ইনিংস দলকে তেমন সাহায্য করেনি। অভিজ্ঞ রাসি ফন ডার ডুসান যেতে পারেননি দুই অঙ্কে। নবম ব্যাটসম্যান হিসেবে ক্যাচ দিয়ে শেষ হয় বাভুমার ১৪৪ রানের আসাধারন ইনিংস।
৫০ বল বাকি থাকতেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। ক্যারিবীয় বোলারদের মধ্যে আকেল হোসেন এবং আলজারি জোসেপ নিয়েছেন ৩টি করে উইকেট। ২১ মার্চ সিরিজের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কিউএনবি/আয়শা/১৯ মার্চ ২০২৩,/দুপুর ২:০৪