মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট মহিলা মহা বিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় কলেজ প্রাঙ্গনে এ রজত জয়ন্তী অনুষ্ঠানে কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাডঃ মোমিন আহমেদ চৌধরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সভাপতি গোলাম হাক্কানী, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিনুল ইলাম বাবুল, কলেজের অধ্যক্ষ আব্দুল মুমিন, উপাধ্যক্ষ মেহেদী হাসন ও অধ্যাপক সুমুন কুমার সাহা সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়।
কিউএনবি/আয়শা/১৩ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:৩০