শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা জেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব মিলনায়তনে রোববার রাতে নেত্রকোনা জেলা প্রেসক্লাব এ সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন- প্রেসক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
প্রেসক্লাবের সহ সভাপতি অ্যাডভোকেট সানাপওয়ার হোসেন ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম মুখলেছুর রহমান খানের পরিচালনায় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ পরিচালক জিয়া আহমেদ সুমন, প্রেসক্লাবের সদস্য সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হাবিবুর রহমান, সাবেক সহ- সভাপতি অ্যাডভোকেট আবদুল হান্নান রঞ্জনসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। আগামী ২২ মার্চ নেত্রকোনা জেলা প্রেসক্লাবের দ্বি- বার্ষিক নির্বাচন অুষ্ঠিত হবে।
কিউএনবি/আয়শা/১৩ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:১৯