ডেস্ক নিউজ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে নাটোর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দদের শপথ পড়িয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি, সেই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে নিজের জীবনকে বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত থাকব। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিটি আদেশ নির্দেশ অক্ষরে অক্ষরে পালনের জন্য প্রস্তুত থাকব। হে আল্লাহ সর্বশক্তিমান, আমাকে এই শপথ রক্ষা এবং পালনের শক্তি দিন। এর আগে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ ১৫ই আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।
এ সময় নাটোর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও নাটোর ৪ আসনের এমপি, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস, সহসভাপতি ও সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, নাটোর মহিলা সংরক্ষিত আসনের এমপি রত্না চৌধুরী, নাটোর সদরের পৌর মেয়র উমা চৌধুরী জলি, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ইলিয়াস হোসেন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আল মামুনসহ নাটোর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৩,/বিকাল ৪:৫৮