মনিরুল ইসলাম মনি : শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শার উলাশীতে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে গোলাম রাব্বী পিয়াস(১৫) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহত গোলাম রাব্বী পিয়াস শার্শার উলাশী বাজারের বিশিষ্ঠ মুদি ব্যবসায়ী ও ঝিকরগাছা উপজেলার মির্জাপুর গ্রামের মোঃ মজনুর রহমানের ছেলে। গোলাম রাব্বী পিয়াস উলাশী বর্ণমালা বিদ্যাপীঠ স্কুলের ১০ম শ্রেনীর ছাত্র।
শার্শা থানা পুলিশ ও নিহতের বড় চাচা গোলাম মোস্তফা জানান, গত বুধবার উলাশী বাজারে তাদের মুদিখানা দোকান থেকে বেলা ৩ টার সময় বাপের পালসার মোটর সাইকেল চালিয়ে বাড়িতে যাচ্ছিলেন। এমন সময় বিপরিত দিকথেকে আরও একটি মোটর সাইকেল উলাশী বাজার মুখী আসছিলো। এ সময় নিয়ন্ত্রন হারিয়ে উভয়ের মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। তখন গোলাম রাব্বী পিয়াস রাস্তার পাশে কারেন্টের খুটিতে ধাক্কা লেগে ছিটকে পড়ে। এ সময় স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় গোলাম রাব্বী পিয়াকে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের ডাক্তার অবস্থা আশংক জনক দেখে রোগীকে যশোর ২৫০ শয্যামোডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। দ্রুত গোলাম রাব্বী পিয়াকে যশোর ২৫০ শয্যা মোডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
পরিবারে একমাত্র পুত্র সন্তান গোলাম রাব্বী পিয়াসের অকাল মৃত্যুতে নিহতের পরিবারে চলছে আহাজারী। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া । গোলাম রাব্বী পিয়াসের অকাল মৃত্যুতে বৃহস্পতিবার উলাশী বর্ণমালা বিদ্যাপীঠ স্কুল বন্ধঘোষনা করেন স্কুলের প্রধান শিক্ষিকা আফরোজা পারভিন। তখন নিহত গোলাম রাব্বী পিয়াসের সহপাটিসহ স্কুলের সকল শিক্ষক/ শিক্ষীকা ও সকল শিক্ষার্থীরা এক নজর দেখার জন্য মির্জাপুর গ্রামে পিয়াসের বাড়িতে ছুটে যান। সে সময় এক হৃদয় বিদারক অবস্থা সৃষ্টি হয়।
বৃহস্পতিবার সকাল ১০ টায় মির্জাপুর গ্রামের এতিম খানা মাদ্রাসায় নামাজে জানাজাশেষে পারিবারিক কবর স্থানে নিহত গোলাম রাব্বী পিয়াসের দাফন সম্পন্ন হয়। মরহুমের নামাজে জানাজায় বুরুজ বাগান সিনিয়র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওঃ ইয়া হিয়া, মাওঃ নূর মোহাম্মদ জিহাদী, সাংবাদিক মনিরুল ইসলাম মনি,মোঃ কামাল হোসেন, মাওঃ আলমগীর হোসেন, মাওঃ সাইদুল ইসলামসহ বিভিন্ন সুধী, রাজনৈতীক, ব্যবসায়ী ,শিক্ষাথীরা অংশনেন।
কিউএনবি/আয়শা/০৯ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:৫০