মর্নিংসান স্কুলের ম্যানেজিং কমিটির আয়োজনে পরিচালিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – উপজেলা শিক্ষা অফিসার, মোঃ লুৎফর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আজিজুর রহমান। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হাজী খালেকুজ্জামান আলমগীর ভূইয়া, স্থানীয় ওয়ার্ড মেম্বার এ.কে.এম নিয়াজী নাজির মেম্বার, মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার মোঃ রফিকুল ইসলাম সবুজ। কর্ণেল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ শামিম ইকবাল ইয়ার হোসেন সহ আরো অনেকে।
এ সময় অতিথিরা বলেন, মর্নিংসান স্কুলটি ২০০২ সালে প্রতিষ্ঠার পর থেকে এলাকার কোমলমতি ছাত্র-ছাত্রীদের শিক্ষা বিস্তারে অনন্য অবদান রাখছে, প্রতিষ্ঠানটি থেকে ভবিষ্যতেও আরো মেধাবী শিক্ষার্থীরা বেড়িয়ে আসবে বলে তারা মনে করেন। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক আবদুল আজিজ বলেন, আমরা বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও শারিরীক চর্চার প্রতি গুরুত্ব দিয়ে থাকি। পরে অতিথিদের হাতে সম্মাননা স্মারক ও খেলাধুলায় বিজয়ী ছাত্র ছাত্রীদের হাতে পুরষ্কার তুলে দেন উপস্থিত অতিথিরা।