ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : নানা কর্মসূচির মধ্যদিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হয়েছে নানা ঐতিহাসিক ৭ মার্চ। দিবসের সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন। সকাল সাড়ে ৮টার সময় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ।
সকাল ৯টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন।
অন্যন্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সেলিম রেজা চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নুরুল হক ও মোঃ মুনিরুদ্দীন মুন্টুসহ অন্যরা। এদিকে দিবসটি যথাযথ মর্যদায় পালন করেছে ভোলাহাট উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগি সংগঠন।
কিউএনবি/আয়শা/০৭ মার্চ ২০২৩,/বিকাল ৫:৫৪