স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের জন্য জীবন দিতেও নাকি প্রস্তুত আছেন দলটির তারকা ব্যাটসম্যান শান মাসুদ।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলমান অষ্টম আসরে বাবর আজম নেতৃত্ব দিচ্ছেন পেশোয়ার জালমির। আর শান মাসুদ খেলছেন মুলতান সুলতান্সের হয়ে।
সম্প্রতি বেসরকারি একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শান মাসুদ বলেন, সরফরাজ আহমেদ যখন আমাদের অধিনায়ক ছিলেন তখন আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত ছিলাম,এখন আমরা বাবর আজমের জন্য জীবন দিতেও প্রস্তুত।
পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি ও সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আখতার সমালোচনা করেছেন।
সেই সমালোচনা প্রসঙ্গে শান মাসুদ বলেন,আমরা দলের সমালোচনার অনেক খবর দেখি, কিন্তু বিরক্ত হই না। কারণ আমাদের লক্ষ্য একটাই, পাকিস্তানের হয়ে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়া।
পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির প্রশংসা করেন শান মাসুদ বলেন, আপনি যদি শাহিনের প্রথম ওভার টিকে থাকতে পারেন এবং একটি ছক্কাও হাঁকাতে সক্ষম হন, তার মানে আপনি খুব ভালো খেলছেন। কারণ তিনি এই মুহূর্তে বিশ্বের এক নম্বর বোলার।
সম্প্রতি পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি বলেছেন, পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজম এখনো নিজেকে ম্যাচজয়ী হিসেবে প্রমাণ করতে পারেননি।
কিউএনবি/অনিমা/০৫ মার্চ ২০২৩,/রাত ৯:৫৫