রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধি : বাড়ি থেকে নিখোঁজের ৪ দিন পর রাণীশংকৈল পৌর শহরের অদুরে রামরায় দিঘি থেকে শনিবার ৪ মার্চ দুপুরে সাইফুল ইসলাম (১৫) নামে এক তরুণের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মরদেহ জেলা মর্গে পাঠানো হয়েছে। মৃত সাইফুল হরিপুর উপজেলার পূ্র্ব দামোল গ্রামের নূর ইসলামের ছেলে।
জানা গেছে, হরিপুর উপজেলার পূর্ব দামোল গ্রামের নূর ইসলামের স্কুলছাত্র ছেলে সাইফুল গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে অটোরিকশাযোগে বাড়ি থেকে বের হয়ে যায়। ওইদিন সে বাড়িতে ফিরে না আসায় পরদিন থেকে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। খুঁজে না পেয়ে এনিয়ে হরিপুর থানায় একটি সাধারণ ডাইরি করা হয়। পরিবারের দাবি পুলিশ নিখোঁজ স্কুলছাত্রের বিষয়ে তেমন কোন গুরুত্ব দেয়নি । এদিকে আজ ৪ মার্চ দুপুরে লাশটি ভুট্টা ক্ষেতে পরে থাকতে দেখলে স্থানীয়রা রানীশংকৈল থানায় খবর দেয়। রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম লাশ উদ্ধারের ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
কিউএনবি/আয়শা/০৪ মার্চ ২০২৩,/রাত ৯:৩৪
সম্পর্কিত সকল খবর পড়ুন..