আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার দিল্লিতে জি২০ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। থাকবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এত বড় বৈঠক সাম্প্রতিক অতীতে ভারতে কখনো হয়নি। যেখানে জি২০-এর দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা তো থাকবেনই, সেই সঙ্গে থাকবেন বাংলাদেশসহ ৯টি আমন্ত্রিত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। থাকবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। এ ছাড়াও ১৩টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেবেন।
এই বৈঠকে আলোচনার কর্মসূচিতে বেশ কয়েকটি বিষয় আছে। কিন্তু ভারতের পররাষ্ট্রসচিব বিনয় মোহন থেকে শুরু করে অনেক বিশেষজ্ঞই মনে করছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। কিছুদিন আগে বেঙ্গালুরুতে জি২০ দেশগুলোর অর্থমন্ত্রীদের বৈঠকে যৌথ বিবৃতি নিয়ে রীতিমতো পানি ঘোলা করা হয়। সেখানে ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার নিন্দা করা হয়েছিল। রাশিয়া ও চীন এই বিবৃতির নিন্দা করে। ফলে সর্বসম্মত কোনো বিবৃতি দেওয়া সম্ভব হয়নি।
এরপর প্রশ্ন উঠেছে, পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর কোনো যৌথ বিবৃতি বা প্রস্তাব নেওয়া হবে কি না। দিল্লির কয়েকটি সংবাদপত্র এদিন তাদের প্রতিবেদনে বলেছে, বৈঠকের পর যৌথ প্রস্তাব বা বিবৃতির সম্ভাবনা খুব কম। আর যদি নেওয়া হয়, তাহলে তার অবস্থা বেঙ্গালুরুর মতো হবে। স্বরাষ্ট্রসচিব অবশ্য এই প্রস্তাব নিয়ে প্রশ্নের সরাসরি জবাব দেননি। তিনি বলেছেন, পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনায় স্বাভাবিকভাবেই রাশিয়া-ইউক্রেন প্রসঙ্গ আসবে। কিন্তু তার ফল কী হবে, জি২০ সদস্যদের মধ্যে এই সংঘাতের প্রতিক্রিয়া নিয়ে কী কথা হবে, তা নিয়ে আগাম কিছু বলা উচিত নয়।
পররাষ্ট্রসচিব জানিয়ছেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। যা কর্মসূচিতেও রয়েছে। সেসব নিয়েও আলোচনা হবে। তা হলো, খাদ্য ও জ্বালানি সুরক্ষা, সন্ত্রাস, মাদকসহ নতুন বিপদের কারণগুলো, গ্রিন ডেভলপমেন্ট, প্রযুক্তি হস্তান্তর ইত্যাদি। তার কথা থেকে স্পষ্ট, ভারত চাইছে, ইউক্রেনের বাইরে অন্য প্রসঙ্গ নিয়ে বেশি করে আলোচনা করতে।
লাভরভ ও ব্লিংকেন
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ মঙ্গলবার দিল্লি এসেছেন। ব্লিংকেনও বৃহস্পতিবার আসছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও তার সঙ্গীরা ধ্বসাত্মক নীতি নিয়ে চলেছে। তাদের নীতি বিশ্বকে বিপর্যয়ের মুখে ফেলে দেবে।
লাভরভ ও ব্লিংকেন শেষবার মুখোমুখি বৈঠকে বসেছিলেন ইউক্রেন সংঘাত শুরুর আগে। এখানে তারা অন্য পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে থাকবেন।
বৈঠকে থাকবেন চীনের পররাষ্ট্রমন্ত্রীও। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশে চীনের বেলুন নিয়ে খুবই হৈচৈ হচ্ছে। যুক্তরাষ্ট্রের দাবি, চীন নজরদারি বেলুন পাঠিয়েছিল। চীন এই অভিযোগ অস্বীকার করেছে। এই সংঘাত জি২০ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে কোনোভাবে প্রভাব ফেলে কি না তার দিকে গোটা বিশ্বের নজর থাকবে।
দ্বিপক্ষীয় বৈঠক
জি২০ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের মূল বৈঠকের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর একগুচ্ছ দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বস্তুত বৃহস্পতিবার থেকেই তিনি এই বৈঠক শুরু করে দিয়েছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভের সঙ্গেও তিনি দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।
স্বরাষ্ট্রসচিব জানিয়েছেন, অনেক দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেই জয়শংকর কথা বলবেন। তবে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ রকম কোনো বৈঠক হবে কি না, তা তিনি জানাননি।
সূত্র : ডয়চে ভেলে
কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৩,/রাত ৮:৩৪