স্পোর্টস ডেস্ক : আইপিএল শুরু হতে আর মাসখানেকের মতো সময় আছে। কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই বড় আসরে খেলা নিয়ে শংকায় জসপ্রিত বুমরাহ। ভারতেরএই পেস তারকার পিঠের চোটের সঙ্গে লড়াই যেন শেষই হচ্ছে না। প্রায় পাঁচ মাস ধরে মাঠের বাইরে থাকা বুমরাহ এখনও স্বাচ্ছন্দ্যবোধ করছেন না বলে জানিয়েছে ‘ক্রিকবাজ’।
সর্বশেষ গত বছরের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন বুমরাহ। ভারতীয় ক্রিকেটে গুঞ্জন আছে, পুরো ফিট না হয়ে মাঠে নামার কারণেই নাকি তিনি দীর্ঘমেয়াদী চোটে আক্রান্ত হয়েছেন। এ কারণে শুধু আইপিএল নয়, আগামী জুনে অনুষ্ঠিতব্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও বুমরাহর খেলা অনিশ্চিত।
চলতি বছরই ভারতের মাটিতে বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। সেই আসর সামনে রেখে বুমরাহকে নিয়ে কোনো তাড়াহুড়া করতে নারাজ ভারতের টিম ম্যানেজম্যান্ট। এক যুগ আগে সর্বশেষ বিশ্বকাপ জেতা ভারত এবার শিরোপা দেশেই রাখতে চায়। তাই অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের জন্য বুমরাহকে প্রস্তুত রাখাই এখন লক্ষ্য।
কিউএনবি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:৩২