ডেস্ক নিউজ : সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে এ পদযাত্রা শুরু হয়। এ সময় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় দলীয় টেন্টে সমাবেশ হয়। সেখানে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক মামুন শেখ।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘আমি বলে দিতে চাই বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা প্রিয়তমাকে কিংবা তার বান্ধবীকে যেমন চিঠি লিখবে, একইভাবে নেতাকর্মীরা যেখানে অন্যায়, র্যাগিং কিংবা সেক্সুয়াল হ্যারেসমেন্টের মতো কাজ হবে, সেখানে তারা প্রতিবাদ গড়ে তুলবে। এভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে আমরা স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চাই।’
যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন শেখ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখার চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় আজকের এ পদযাত্রা। এ বিশ্ববিদ্যালয়ে কোনো র্যাগিং, কোনো সেক্সুয়াল হ্যারেসমেন্ট হবে না। যদি কোথাও এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে ছাত্রলীগ সবার আগে গিয়ে ভুক্তভোগীদের পাশে গিয়ে দাঁড়াবে। তাদের পক্ষে ছাত্রলীগ অনড় অবস্থান নেবে।
এর আগে গত শনিবার (২৫ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ছাত্রলীগ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে র্যাগিং ও যৌন নিপীড়নের বিরুদ্ধে পদযাত্রা করার ঘোষণা দেয়। রোববার (২৬ ফেব্রুয়ারি) ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেছে।
কিউএনবি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:২৭