স্পোর্টস ডেস্ক : সোমবার (২৭ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দলীয় অনুশীলনের আগে এই ক্যাপ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মিরাজ। সে সময়ে তাকে ক্যাপ পরিয়ে দেন স্পিন কোচ রঙ্গনা হেরাথ। ক্যাপ পরানোর সময়ে সতীর্থরা করতালি দিয়ে স্বাগত জানান মিরাজকে। এর আগে গত বছরে উইজডেন বর্ষসেরা একাদশেও জায়গা পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। সবমিলিয়ে ২০২২ সালটা দুর্দান্ত কেটেছে এই অলরাউন্ডারের।
ভারতের বিপক্ষে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। তাতে ম্যান অব দ্য সিরিজের পুরস্কার পান মিরাজ।
২০২২ সালের আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশ:
বাবর আজম (অধিনায়ক), ট্রাভিস হেড, শেই হোপ, শ্রেয়াস আইয়ার, টম ল্যাথাম (উইকেটকিপার), সিকান্দার রাজা, মেহেদী হাসান মিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম জ্যাম্পা।
কিউএনবি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:২৩